খুব সহজেই ফেইসবুকের ভিডিও সংরক্ষন করুন আপনার হার্ডডিস্কে

আমরা সবাই কম বেশি ফেইসবুকের সাথে পরিচিত। বর্তমানে এটি হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। যেখানে আমরা লিঙ্ক, ছবি, ভিডিও সহ আরো অনেক কিছু বন্ধুদের সাথে শেয়ার করতে পারি। কিন্তু দুঃখের বিষয় হলো অনেক ভিডিও আছে যেগুলো ফেইসবুক ডাউনলোডের অনুমতি দেয় না বা ফেইসবুক থেকে সরাসরি ডাউনলোড করা যায় না। তাই বলে কি আমারা আমাদের প্রিয় ভিডিওটি ডাউনলোড করতে পারবোনা? অবশ্যই পারব......
যারা জানেন তারা হয়তো ইতিমধ্যে ডাউনলোড করা শুরু করে দিয়েছেন। আর যারা জানেন না তাদের জন্যে সুখবর!
নিচের কয়েকটি সহজ ধাপ সঠিক ভাবে অনুসরন করলেই আপনিও পারবেন আপনার প্রিয় ভিডিওটি আপনার কম্পিউটারে সংরক্ষন করতে।
১) এই পদ্ধটি শুধুমাত্র মোজিলা ফায়ারফক্সে ব্যবহার করা সম্ভব। তাই যাদের মোজিলা ইন্সটল করা নেই তারা এখান থেকে মোজিলা ফায়ারফক্স ইন্সটল করে নিন।
২) মোজিলা ইন্সটল হয়ে গেলে এটি ওপেন করুন এবং এখানে টোকা দিয়ে Grease Monkey এ্যড-অন টি ইন্সটল করে নিন।

01greasemonkey.jpg
ঠিকভাবে ইন্সটল হয়ে গেলে ব্রাউজারের নিচে হাতের ডান কোনায় একটি বানরের মাথার ছবি দেখতে পাবেন।

02monkey_head.jpg
৩) এবার এই লিঙ্কটিতে ক্লিক করুন, এখানে ফেইসবুকের ভিডিও স্ক্রিপ্টটি রয়েছে যেটা ফেইসবুকের যেকোন ভিডিওর সাথে ডাউনলোড লিঙ্ক যোগ করবে। এবার Install বাটনটিতে ক্লিক করে স্ক্রিপ্টটি ইন্সটল করুন।
03install_fb_video_script.jpg
ব্যস, কাজ শেষ !
এবার ফেইসবুকে লগইন করুন, দেখুন সব ভিডিওর সাথে Download Video নামে একটি লিঙ্ক যুক্ত হয়েছে।
04download_link.jpg
এভাবে আপনি শুধুমাত্র .flv ফরম্যাটে ভিডিও ডাউনলোড করতে পারবেন। প্রয়োজন হলে এখানে গিয়ে ডাউনলোডকৃত ফাইলটি আপনার পছন্দমত ফরম্যাটে কনভার্ট করে নিতে পারেন।

No comments:

DIGITAL OF PORADAH