আপনার কম্পিউটার এ Windows 7/8 Install করুন Pen Drive এর মাধ্যমে।


অনেক দিন পর বসলাম লিখতে। সময় হয়ে উঠছিলনা তাই এ ব্যাপার টা নিয়ে লিখব বলে ভেবেছিলাম কিন্তু পারছিলাম না। আমি গত রাতে নিজে কাজ টি করেছি। আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের লিখাটি।
আমরা কম্পিউটার ব্যবহারের সময় নানা কারনে বা অকারনে Windows দিতে হয়। স্বাভাবিক ভাবে আমরা এটা DVD ব্যবহার করে করে থাকি। আচ্ছা বলুন তো, ধরুন আপনার একটি
Netbook আছে যাতে DVD ROM নেই বা অনেক সময় কম্পিউটার এর DVD ROM কাজ করেনা। সে মূহুর্তে আটকে থাকে প্রয়োজনীয় সব কাজ গুলো। আজ থেকে ভুলে যান এমন সমস্যার কথা। খুব সহজেই Pen Drive দিয়ে কাজ টি করা যায় ছোট্ট দুটো সফটওয়্যার এর মাধ্যমে। অনেক সময় আমরা Net থেকেই Windows ডাউনলোড করে থাকি সেটাও Install করা সম্ভব এই পদ্ধতি তে। Magic ISO দিয়ে প্রথমে DVD কে .iso ফরম্যাট এ নিয়ে Windows 7 USB/DVD download tool দিয়ে .iso File টি Pen Drive এ Copy করলেই কাজ শেষ। আসুন দেখে ফেলি কিভাবে সহজ এই কাজ টি করা যায়।
আমি Procedure বলে দিচ্ছি।
প্রথমে ১. Magic ISO – http://www.magiciso.com/download.htm ও
২. Windows 7 USB/DVD download tool –http://www.microsoftstore.com/store/msstore/html/pbPage.Help_Win7_usbdvd_dwnTool
ডাউনলোড করে ফেলুন।
1. সফটওয়্যার দুটি Install করে ফেলুন আর একটি Pendrive (কমপক্ষে 4GB)।
2. এবার উইন্ডোজ ৭/৮ এর Disc DVD ROM এ দিন। Magic ISO চালু করে “Make ISO from CD Rom “ এ ক্লিক করলে একটি নতুন Window আসবে।
3. এবার DVD rom , Output File ঠিক করুন আর Output Format গিয়ে (Standard Image File.iso) ঠিক করুন।
4. এবার DVD টি .iso ফরম্যাট এ Save হতে কিছুক্ষন সময় নিবে এবং তা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
5. .iso ফরম্যাট হয়ে গেলে এবার Windows 7 USB/DVD download tool চালু করে .iso File টি ঠিক করুন।
6. Next করে USB DEVICE ক্লিক করুন।
7. Next করে Begin Copying ক্লিক করলে কাজ শুরু হবে।
8. Copy হয়ে গেলে আপনার Pen Drive এখন Windows Installation এর জন্য তৈরী।
9. কম্পিউটার চালু করবার সময় Boot Device কে অথবা 1st Boot Device কে USB DEVICE Select করুন। তাহলেই কাজ শেষ।
ধন্যবাদ সব্বাইকে।

No comments:

DIGITAL OF PORADAH